Friday, July 6, 2012


অনেকদিন পর টক দই খেলাম । পাড়ার দোকানের । যেমন এক্সপেক্ট করেছিলাম হুবহু ঠিক তেমনই বাজে খেতে , এই এতদিন পরেও । মা একসময়ে রেগুলার্লি ঘরে দই পাততো , আহা ! চাঁদের কাফ মাস্‌ল যেন ।

দীপুকে ধন্যবাদ  , ওর অনুপ্রেরণাতেই ডায়েরি লেখা শুরু করলাম । দীপু সাত বছর ধরে টানা ডায়েরি লিখছে , অর্থাৎ ডায়েরি লেখার প্রসঙ্গে এক ধরনের গার্হস্থ্যের বৃত্তে আটকা পরে গেছে । আমি কতদিন কী লিখতে পারবো জানি না , টুকিটাকি যা খুশি তাই লিখবো , আজ যেমন টক দই নিয়ে লিখলাম ।  

কয়েক ঘন্টা পর কুট্টুর পরীক্ষা , আশা করছি ভালোই রেজাল্ট করবে , কঠিন পেপার সেট হয় বলছিলো , দেখা যাক । কালকে সম্ভবত ফোন করে জানাবে ।  



No comments:

Post a Comment